৪ জানুয়ারি পবিত্র ঈদে মিলাদুন্নবী

বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রবিউল আউয়ালের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে এ মাসের গণনা শুরু হবে। ১২ রবিউল আউয়াল, হিজরি ১৪৩৬ অনুযায়ী আগামী ৪ জানুয়ারি রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

৫৭০ খ্রিস্টাব্দের আরবি ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন শান্তির ধর্ম ইসলামের প্রচারক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সাইয়েদুল মোরসালিন হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর পর একই দিনে ইন্তেকাল করেন মানবতার মুক্তিরদূত মহানবী (সা.)।

মহানবীর (সা.) জন্ম ও মৃত্যুদিন হওয়ায় ১২ রবিউল আউয়াল ইসলাম ধর্মাবলম্বীদের কাছে একই সঙ্গে আনন্দ ও বেদনার দিন। তারা দিনটিকে ঈদে মিলাদুন্নবী (সা.) বা সীরাতুন্নবী (সা.) হিসেবে পালন করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহ দিনটি পালন করে। দিনটি সরকারি ছুটির দিন।

চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। উপস্থিত ছিলেন ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নাসির উদ্দিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন প্রমুখ।



মন্তব্য চালু নেই