৪০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা সিপিডির

চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে ৪০ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতির আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ রবিবার সকালে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশের অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে সিপিডি। এতে এই আশঙ্কার কথা বলা হয়।

সংস্থাটি বলছে, রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে অর্থবছরের প্রথমার্ধে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান বলেন, সাধারণত রেডিমেড গার্মেন্টসের রপ্তানির লক্ষ্যমাত্রা যা থাকে সে তুলনায় কম রাখা হয়েছে। রেডিমেড গার্মেন্টসের বাইরের অন্যান্য পণ্যের রপ্তানি অনেকটাই কমে গেছে। প্রথম মাঁচ মাসে প্রত্যাশিতভাবে ওগুলোর রপ্তানি হয়নি।

তিনি বলেন, আমদানি ব্যয় কমেছে, তবে তার একটা বড় কারণ বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়া। উন্নত বিশ্বের অর্থনীতিও শ্লথ হওয়ার কারণে রপ্তানি বৈচিত্র্যকরণের যে লক্ষ্য সেটা চ্যালেঞ্জের মুখে পড়েছে।



মন্তব্য চালু নেই