৪০ হাজার অভিবাসী ভাগ করে নেবে ইউরোপ

আগামী দুই বছরের জন্য ৪০ হাজার অভিবাসীর দায়িত্ব ভাগ করে নেবে ইউরোপ। ইউরোপীয় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সিরিয়া এবং ইরিত্রিয়া থেকে যেসব অভিবাসী ইতালি ও গ্রিক হয়ে ইউরোপে এসেছে, তাদের দায়িত্ব নেবে ইউরোপের প্রতিটি দেশ।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জার্মানি, স্পেন ও ফ্রান্স অধিকসংখ্যক অভিবাসীর দায়িত্ব নেবে।

এসব অভিবাসীর পুনর্বাসন হবে কোটা পদ্ধতি অনুযায়ী। তবে এই সিদ্ধান্তে ইইউর কিছু রাষ্ট্র দ্বিমত পোষণ করেছে।

ফ্রান্স, স্পেন, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও এস্তোনিয়া এসব বিষয়ে অবগত রয়েছে। ইউরোপীয় পার্লামেন্টে ভোটের পর তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত ১৫ এপ্রিল পর্যন্ত আসা ৪০ হাজার অভিবাসীর পুনর্বাসনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসব অভিবাসীর মধ্যে জার্মানি ৮ হাজার ৭৬৩, ফ্রান্স ৬ হাজার ৭৫২ এবং স্পেন নেবে ৪ হাজার ২৮৮ জন অভিবাসীর দায়িত্ব নেবে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।



মন্তব্য চালু নেই