৪০ জেলের কারাদণ্ড, ক্রেতার জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে চাঁদপুরে ৪০ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় দুই ক্রেতার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা ও সঞ্জয় কুমার মহন্ত এ রায় দেন।
চাঁদপুর কোস্টগার্ড ও জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ জেলেকে আটক করে। আটককৃতদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া ইলিশ মাছ কিনে নিয়ে যাওয়ার সময় চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকা থেকে দুই ক্রেতাকেও আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।



মন্তব্য চালু নেই