৪০০ মানুষের অণ্ডকোশ বাদ দিয়ে বিতর্কে স্বঘোষিত ভারতীয় ধর্মগুরু

বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। সেই স্বঘোষিত ভারতীয় ধর্মগুরু, চিত্রতারকা ও পপস্টার গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে ফের উঠল এক আজব অভিযোগ। ঈশ্বরের কাছে যেতে তাঁর অনুগামীদের নিজেদের অণ্ডকোশ বাদ দিতে বলেছেন গুরমিত সিং, খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর।

গুরমিতের এক শিষ্যই তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। হংস রাজ চৌহানের অভিযোগ, গুরমিত সিং তাঁর অন্তত ৪০০ শিষ্যকে অণ্ডকোশ বাদ দিতে অনুপ্রাণিত করেন। ৩৫ বছরের চৌহানের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ২০০০ সালের এমনই এক অভিযোগে গুরমিতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল সিবিআই।

ডেরা সাচা সৌদা সংগঠনের প্রধান গুরমিত সিংয়ের বিরুদ্ধে হিসেব বর্হিভূত সম্পত্তির অভিযোগও উঠেছিল। গুরমিত সিং অন্তত ৫০ মিলিয়ন ডলারের মালিক। সম্প্রতি নিজের অভিনীত একটি সিনেমার সাংবাদিক সম্মলনে এসে গুরমিত সিং দাবি করেন, এই সমস্ত বিতর্ক আমাকে বিড়ম্বনায় ফেলে।

আমি যা করি মানুষদের ভালো-র জন্যই করি। ট্যুইটারে প্রায় ৮৭ হাজার ফলোয়ার্স রয়েছে গুরমিতের। নিজেকে একজন সন্ত, গায়ক, পরিচালক, ক্রীড়াব্যক্তিত্ব, সুরকার, আত্মজীবনীলেখক বলে দাবি করেন গুরমিত। তাঁর সংগঠনের নামে বহু কারখানা, বাজার, রেস্তোরাঁ, হোটেল রয়েছে।



মন্তব্য চালু নেই