৩ ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা

সাতক্ষীরার কলারোয়ায় ৩ ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া পৌরসভাধীন ঝিকরা গ্রামের মৃত কাদের মোড়লের পুত্র আলমসাধু চালক কবির হোসেন (৩৪) পাইলট হাইস্কুলের সামনে থেকে যাত্রী নামিয়ে ফেরার সময় কয়েকজন দূর্বৃত্ত লাঠি দিয়ে তাকে মারপিট করে। এসময় তার চিৎকারে চায়ের দোকানে থাকা তার বড় ভাই আ. রউফ (৪৪) ও একই গ্রামের মৃত আয়ুব আলী মোড়লের পুত্র রফিকুল ইসলাম (৩৫) এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে দূর্বৃত্তরা। এসময় আহতদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।

জীবন নাশের হুমকিতে অভিযোগ দায়ের ব্যবসায়ীর:
কলারোয়ায় জীবন নাশের হুমকি দেয়ায় থানার অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। প্রতারণা করে দেড় লাখ টাকা গ্রহন করে টাকা ফেরত না দিয়ে উল্টো জীবননাশের হুমকিতে এ অভিযোগ দায়ের করেন তিনি। জানা গেছে, পৌরসভাধীন মির্জাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র ব্যবসায়ী মারুফ হোসেনের কাছ থেকে বিভিন্ন সময়ে সংসারের অভাব অনাটনের কথা বলে প্রায় দেড় লাখ টাকা গ্রহন করেন মুরারিকাটি গ্রামের জনৈক আজিবর রহমানের কন্যা রোমানা ইয়াসমিন। ২০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মোবাইল ফোনে উক্ত টাকা ফিরত চায়লে টাকা গ্রহণকারী ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করে জীবন নাশের হুমকি প্রদান করে। এঘটনায় ব্যবসায়ী টাকা ফেরত পেতে ও জীবনের নিরাপত্তা দাবী করে কলারোয়া থানায় গতকাল লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই