৩ বছর পর পাকিস্তানে নিষিদ্ধ ইউটিউব উন্মুক্ত

তিন বছর পর পাকিস্তান ভিডিও শেয়ার করার অনলাইন ভিত্তিক মাধ্যম ইউটিউব উন্মুক্ত করে দিয়েছে দেশের ভিতরে। তিন বছর আগে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি ভিডিও প্রকাশ করলে ইউটিউব বন্ধ করে দেয়া হয়।

পাকিস্তানের টেলিকম নিয়ন্ত্রক বলেছেন, এই নিষেধাজ্ঞা এখন আর প্রয়োজন নেই। কারণ ইউটিউবের মালিক গুগল শুধুমাত্র পাকিস্তানের জন্য একটি আলাদা ইউটিউব সংস্করণ চালু করেছে। ধারণা করা হচ্ছে, এই নতুন সংস্করণে পাকিস্তান কর্তৃপক্ষ ভিডিও পর্যালোচনা এবং বিচার বাছাই করতে পারবেন।

তরুণ পাকিস্তানিরা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করাকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে সরকারের সাথে গুগলের যে বিষয়গুলো নিয়ে চুক্তি হয়েছে সেগুলো সাধারণ মানুষের জানার আরও ভালো সুযোগ থাকা দরকার।



মন্তব্য চালু নেই