৩৫ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে ৩৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর গেজেট ও সনদ বাতিল করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে মাঠ পর্যায়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দারা সরেজমিনে তদন্ত করে। তাদের সুপারিশের প্রেক্ষিতে ৩০ জনকে, জেলা প্রশাসকের প্রতিবেদনের প্রেক্ষিতে ২ জনকে, দুই ঠিকানায় সনদ থাকায় ১ জনের এবং বয়স উপযুক্ত না হওয়ায় ২ জনসহ মোট ৩৫ জনকে প্রকাশিত গেজেট এবং তাদের নামে মন্ত্রণালয় হতে ইস্যুকরা সনদপত্র বাতিল করা হলো।

উল্লেখ্য, ইতোপূর্বে মন্ত্রণালয় থেকে ১১৬ জনের সনদ বাতিল করা হয়েছে।



মন্তব্য চালু নেই