২১৫৯ জনকে নিয়োগের সুপারিশ

৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৩৪তম বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে

শনিবার রাতে এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়না ইসলাম সিমা।

তিনি জানান, ২৯৩ জনকে প্রশাসন ক্যাডারে, পুলিশে ১৪৮ জনসহ ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া ২০ জনের ফল স্থগিত রয়েছে।

ফল পাওয়া যাচ্ছে: www.bpsc.gov.bd -তে।

এদিকে, গত মে মাসে শেষ হয় ৩৪তম বিসিএস’র জেনারেল ও টেকনিক্যাল ক্যাডার পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা। মোট ৩০৫৪ জন এই সময় মৌখিক পরীক্ষা দেয়।

২ হাজার ৫২টি পদে নিয়োগ দিতে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। ওই বছরের ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৯৬ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিল।



মন্তব্য চালু নেই