৩০০ বারের বেশি হাঁচি দিয়ে অসুস্থ, তবে অনলাইনে ভাইরাল (ভিডিও)

জাপানের এই তরুণের নাম ট্যান। একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার। কিন্তু সেখানে তেমন দর্শক নেই। কিন্তু একটি ভিডিওতেই দারুণ হিট হয়ে গেলেন তিনি। একটি ফুটেজ তুলেছেন। সেখানে দেখা যায়, জোর করে হাঁচি দিচ্ছেন একের পর এক। দশ-বিশ বা শতবার নয়, তিনি তিন শ বারের বেশি হাঁচি দিলেন। আর এই ভিডিওটি হয়ে গেল ভাইরাল।

গোটা ভিডিওতে ট্যান অ্যানিমেশন সিরিজ ড্রাগন বল এর থিম আনার চেষ্টা করলেন। ওই সিরিজের একটি পর্বে প্রতিটা শব্দ উচ্চারণের আগে তিনি একবার করে হাঁচি দিলেন। জোরপূর্বক এ কাজটি করলেন তিনি। একটি টিস্যু চোখা করে নাকের বিশেষ অংশে খোঁচা দিতে থাকলেন আর অনবরত হাঁচি আসতে থাকল তার।

পরে এক সংবাদমাধ্যমকে বললেন, এই পৃথিবীর কাছে আজি লজ্জিত হতে চাই না। কিন্তু আমার এ ভিডিও বিশ্বে আলোড়ন তুলেছে।

কিন্তু এর মূল্য দিতে হলো তাকে। টানা দুই দিন ধরে এতবার হাঁচি দেওয়ার শুটিং করলেন। হয়ে পড়লেন অসুস্থ। গলায় প্রচণ্ড ব্যথা আর জ্বর নিয়ি বিছানায় ঠাঁই হলো তার। হাঁচি দিতে বেশ বেগ পেতে হয়। তীব্র বেগে নাক-মুখ দিয়ে বাতাস বেরিয়ে আসে। এ কাজ খুব বেশি বার করা যায় না।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই