৩০০ পাউন্ড লোহার শিকলভর্তি ব্যাগে ভরে লাদেনকে সমুদ্রে নিক্ষেপ করা হয়

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার পর ৩০০ পাউন্ড লোহার শিকলভর্তি একটি কালো ব্যাগে ভরে তাঁকে সমুদ্রে নিক্ষেপ করা হয় বলে জানা গেছে।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা ‘ওয়ার্দি ফাইটস : আ মেমোয়ার অব লিডারশিপ ইন ওয়ার অ্যান্ড পিস’ শীর্ষক গ্রন্থে এ তথ্য উল্লেখ করেছেন।

প্যানেট্টা তার বইতে লিখেছেন, পাকিস্তানের অ্যাবোটাবাদের বাড়িতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ওসামা বিন লাদেনকে হত্যার পর ৩০০ পাউন্ড লোহার শিকলভর্তি একটি কালো ব্যাগে ভরে তাঁকে সমুদ্রে নিক্ষেপ করা হয়।

বইয়ে প্যানেট্টা জানান, যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা ওসামা বিন লাদেনের লাশ একটি বিমানে করে সমুদ্রে নিয়ে যায়। পরে মুসলিম রীতি অনুযায়ী লাশকে সাদা কাফনের কাপড়ে মোড়ান হয়। আরবিতে জানাজাও পড়ানো হয়। এরপর ভারী একটি ব্যাগে ভরে লাশটি সমুদ্রে ফেলে দেওয়া হয়।

সূত্র: পিটিআই



মন্তব্য চালু নেই