২ র‌্যাব সদস্যকে নিজ বাহিনীতে ফেরতের নির্দেশ

রাজধানীতে অন্যের জমি দখল করার সময় গ্রেপ্তার হওয়া দুই র‌্যাব সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এ আদেশ দেন।

র‌্যাব সদস্যদের মধ্যে আব্দুল্লাহ আল মাহমুদ নৌবাহিনী ও মিজানুর রহমান সেনাবাহিনীতে কর্মরত।

এছাড়া অপর পাঁচ আসামি শেখ মোহাম্মদ নাহিদ, জহির উদ্দিন, আলাউদ্দিন, বাচ্চু মিয়া ও রিয়াজুল হকের জামিনের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

এর আগে তদন্ত কর্মকর্তা ঢাকার উত্তরখান থানার উপ পরিচালক (এসআই) এস্কেন্দার আলী আসামিদের ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে র‌্যাবের দুই সদস্যকে নিজ নিজ বাহিনীতে ও অপর পাঁচ আসামিকে জেলহাজতে পাঠানোর আবেদন করেন।

মামলার এজাহারের বর্ণনা মতে, উত্তরখানের ফজিরবাতান এলাকায় আটক দুই র‌্যাব সদস্যসহ অপর আসামিরা সন্ত্রাসীদের নিয়ে হুমায়ুন কবির মামুন নামে এক ব্যক্তির জমি দখল করতে গেলে স্থানীয়রা পুলিশ ডেকে আনে।

এ সময় পুলিশ দুই র‌্যাব সদস্যসহ সাত জনকে আটক করলেও কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হয়।



মন্তব্য চালু নেই