২ বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার দুপুরে বিজিবি-বিএসএফের উপস্থিতে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার দত্তের কাছ থেকে মরদেহ দুটি গ্রহণ করেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. ইব্রাহিম।

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, দুপুর ১২টার সময় গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ পিলারের কাছে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উপস্থিতিতে গোমস্তাপুর থানা পুলিশ মরদেহ দুটি গ্রহণ করে।

পরে পুলিশ মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করে বলে থানার এসআই সাইফুল ইসলাম জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন, ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. ইব্রাহিম, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আইনাল হক।

উল্লেখ্য, রোববার রাত ২টায় গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে গরু আনতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয় সাজাহান আলী ভুট্টু ও জোবদুল হক।



মন্তব্য চালু নেই