২৮ সেপ্টেম্বর আসছে অস্ট্রেলিয়া

পঁচিশ দিনের সফরে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে দুটি টেস্ট বাদে তিন দিনের অনুশীলন ম্যাচও খেলবে বাংলাদেশ।

দুই দলের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ৯ অক্টোবর। ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি হবে মিরপুরে। ১৭ অক্টোবর এটি শুরু হওয়ার কথা।

ঢাকায় পৌঁছে চারদিন অনুশীলনের পর ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।

৬ অক্টোবর চট্টগ্রামে যাবে দলটি। দুদিন অনুশীলনের পর চট্টগ্রামে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে তারা।

চট্টগ্রামের ম্যাচ শেষ করে ১৪ অক্টোবর ঢাকায় ফিরবে অস্টেলিয়ানরা। ঢাকা টেস্ট শুরু হবে ১৭ অক্টোবর। ২১ অক্টোবর পযর্ন্ত এ ম্যাচ খেলে ২২ অক্টোবর ঢাকা ছাড়বে দলটি।

প্রসঙ্গত, ২০১১ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুটি টেস্ট খেলার কথা থাকলেও ব্যস্ত সময়সূচির কারণে তা সম্ভব হয়নি। এবার পূর্ণাঙ্গ সফর শেষ করতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়ানরা।



মন্তব্য চালু নেই