২৮ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন

দশম জাতীয় সংসদের একাদশ বাজেট অধিবেশন চলছে। এ অধিবেশন আগামী ২৮ জুলাই পর্যন্ত চলবে। তবে এই অধিবেশন ঈদুল ফিতর উপলক্ষে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মুলতবী থাকবে।

দশম জাতীয় সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটি’র একাদশ বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন। রমজান মাসে প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকায় অধিবেশন শুরু হবে। প্রয়োজনে এ সময় স্পীকার পরিবর্তন করতে পারবেন। তবে আগামীকাল বিকাল ০৩.৩০ ঘটিকায় অধিবেশন শুরু হবে। এছাড়া বাজেট বক্তৃতার ওপর ৪৫ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।



মন্তব্য চালু নেই