২৭ সেপ্টেম্বর বিরল পূর্ণিমা-চন্দ্রগ্রহণ

দীর্ঘ ৩০ বছর পর চাঁদ পৃথিবীর কাছাকাছি চলে আসছে। সেদিন চাঁদ প্রায় সোয়া এক ঘণ্টা আপাদমস্তক ডুবে থাকবে অতল অন্ধকারে। সেদিনই হবে বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

সেপ্টেম্বরের ২৭ তারিখে বাংলাদেশের সময় সময় রাত ৯টা ৩৭ মিনিট থেকে ৭টা ৪১ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে।

নাসা জানিয়েছে, আর ১২ দিন পর আকাশে আমরা যাকে দেখব, সেই ‘সুপার মুন’ দেখার সুযোগ আমরা পাই খুব কম।আর একই দিনে ‘সুপার মুন’ আর ‘পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ’ এর ঘটনাকে বিরলই বলা যায়। যা গত ৩০ বছরে ঘটেনি।

গ্রহণ শেষ হওয়ার পর ছায়ার ‘আড়াল’ থেকে বেরিয়ে আসা চাঁদের উজ্জ্বলতা হবে নজরকাড়া। ৩০ শতাংশ বাড়বে উজ্জ্বলতা। ১৪ শতাংশ বেশি বড় দেখাবে চাঁদকে।

এর আগে একশো বছরে আমরা এই সুযোগ পেয়েছিলাম মাত্র পাঁচ বার। ১৯১০, ১৯২৮, ১৯৪৬, ১৯৬৪ আর ১৯৮২ সালে। এই সুযোগ আবার পাব ১৮ বছর পর ২০৩৩ সালে।

চাঁদ কেন সব সময় এতটা ঝকঝকে হয়ে আসে না আমাদের কাছে? কারণ, পৃথিবীকে তার উপগ্রহটি চক্কর মারে একটা ডিমের মতো পথে। চারপাশে ঘুরতে-ঘুরতে কখনও চাঁদ আসে আমাদের কাছে। কখনও দূরে চলে যায়। ২৩ সেপ্টেম্বর আসবে আমাদের সবচেয়ে কাছে, যাকে বলে ‘পেরিজি’।

একটাই আক্ষেপ, ঢাকা থেকে দেখতে পাওয়া পাবে না এই বিরল ঘটনা! দেখা যাবে উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, পশ্চিম এশিয়ায়।



মন্তব্য চালু নেই