২৫ বছর আগে কেমন ছিল ফটোশপ? (ভিডিও)

আজ ১৯ ফেব্রুয়ারি। ২৫ বছর আগের এই দিনে অ্যাডবি নিয়ে এসেছিল সফটওয়্যার বাজারের সফলতম এক সফটওয়্যার ফটোশপ। দিন দিন এর জনপ্রিয়তা কোন অংশে তো কমছেই না বরং বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য হারে।

এই ২৫ বছরে ফটোশপ ১ এর পর থেকে এখন পর্যন্ত ১৫টি গুরুত্বপূর্ণ রিলিজ নিয়ে এসেছে অ্যাডবি। ফটোশপের কল্যাণে ‘ফটোশপড’ নামক একটি নতুন ক্রিয়াপদ তৈরি হয়েছে। আর এই বিশ্ব দেখেছে এমন কিছু ছবি যার জন্ম হয়েছে ফটোশপ থেকে।

ফটোশপ শুধু যে ছবি সম্পাদনা শিল্পেই বিপ্লব ঘটিয়েছে, কেবল তা-ই নয়। ফটোশপে দক্ষতা অর্জন করে নিজের ভাগ্যের চাকা পরিবর্তনের অজস্র উদাহরণ রয়েছে বিশ্বজুড়ে। ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ফটোশপের রয়েছে বিশেষ চাহিদা।

ফটোশপের জন্মদিন উপলক্ষ্যে প্রথম দিকের ফটোশপ কেমন ছিল, সেটি নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে অ্যাডবি যেখানে ফটোশপের কো-ফাউন্ডার পুরনো ফটোশপে ছবি সম্পাদনা করে দেখিয়েছেন।

pho

ভিডিও:



মন্তব্য চালু নেই