২৫ বছরের মধ্যে ইসরায়েল আর থাকবে না!

আগামী ২৫ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব আর থাকবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর এই বক্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ইসরায়েল বাঘ, খরগোশ নয়।’

সম্প্রতি কাজাখস্তানে সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী তেহরানের উ্দেশে এই বার্তা দেন।

জেরুজালেম পোস্টে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু বলেন, ‘আমাদেরকে হুমকি দেবেন না, আমরা খরগোশ নই, আমরা বাঘ। যদি আপনি আমাদের হুমকি দেন, তাহলে নিজেরাই বিপদে পড়বেন।’

সম্প্রতি আয়াতুল্লাহ আল খামেনি মুসলিমদের জেরুজালেম দখলে ‘প্রতিরোধ ও যুদ্ধ’ করার আহ্বান জানান। জেরুজালেমকে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ই রাজধানী বলে দাবি করছে।

এক টুইটার বার্তায় খামেনি বলেন, ‘অন্য কোনো সমাধান নেই। ইরান ফিলিস্তিনিদের মুসলিম বিশ্বের অগ্রাধিকার বিবেচনা করে থাকে।’

২০১৫ সালের মন্তব্য পুনরাবৃত্তি করে খামেনি লিখেছেন, ‘আমি এর আগেও বলেছি, যদি মুসলমান ও ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ হয় এবং সবাই মিলে যুদ্ধ করে, তাহলে আগামী ২৫ বছরের মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব থাকবে না।’

অন্যদিকে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ‘যদি ইরান তার নীতি ও ইসরায়েলের প্রতি মনোভাব পরিবর্তন না করে তাহলে আমরা আমাদের পরিবর্তন করব।’

কাজাখস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। নাজারবায়েভ ইসরায়েল ও ইরান দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখে চলছেন। আগামী সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কাজাখস্তান সফরে যাবেন।



মন্তব্য চালু নেই