২৪ বছর পর চ্যাম্পিয়ন জার্মানি (ভিডিও)

লাতিন আমেরিকা মহাদেশ থেকে শিরোপা জিতে নেয়ার রেকর্ড ছিল না ইউরোপের কোনো দলের। শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারিয়ে সেই রেকর্ড গড়ে শিরোপা জিতে নিল জার্মানি। ১১৩ মিনিটে করা মারিও গোটসের গোলেই শিরোপা জয় নিশ্চিত হয় ফুটবলের পাওয়ার হাউস খ্যাত জার্মানি।

প্রথমার্ধে উভয় দল বেশ কিছু আক্রমণ শানায়। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়না কেউ। আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন একটি বল জালে জড়ালেও অফসাইটের কারণে সেটা নাকচ দেন রেফারি। অন্যদিকে প্রথমার্ধের শেষ মুহূর্তে জার্মনি দারুণ একটি গোলের সুযোগ তৈরি করলেও লাইন্সম্যান পতাকা ‍তুলে জানিয়ে দেন অফসাইড।

দ্বিতীয়ার্ধেও উভয় দল সমানে-সমান আক্রমণ-পাল্টা আক্রমণ চারিয়ে যায়। কিন্তু গোলের খেলা ফুটবলে গোলের দেখা পায়নি কেউ। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১১৩ মিনিটে মারিও গোটসের গোলে এগিয়ে যায় জার্মানি। গোটসেকে গোলে সহায়তা করেন আন্দ্রেয়া শুরলে।

শেষ পর্যন্ত ১-০ গোলেই বিশ্বকাপের চতুর্থ শিরোপা জিতে নেয় জার্মানি।

স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ফুটবলের পাওয়ার হাউস খ্যাত জার্মানি। অন্যদিকে নেদারল্যান্ডসকে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।



মন্তব্য চালু নেই