২৩ জন বীরের দল আর্জেন্টিনা!

আর্জেন্টিনাকে এবারের বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবে জল্পনা করছেন ফুটবলবোদ্ধরা। কিন্তু মাঠের খেলায় লাতিন আমেরিকার দলটি কি জনগণের প্রত্যাশার ভার পূরণ করতে পারছে?
অধিকাংশ ফুটবল ভক্তরাই সম্ভবত ‘না’ সূচক জবাব দেবেন। কারণ লিওনেল মেসি ছাড়া এই দলটা বড়ই গড়পরতা। একেবারেই লক্ষ্যভেদী না। মিডফিল্ডে স্পষ্টই পরিকল্পনা ও সৃষ্টিশীলতারও অভাব আছে। কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া জানাচ্ছেন, ‘তাদের দলটি হলো ২৩ জন বীরের একটি দল।’
মঙ্গলবার সুইজারল্যান্ডের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর উল্লসিত মারিয়া বলেন, ‘এই জয় শুধুমাত্র আমার একার জন্য নয়। এটা আর্জেন্টিনার ২৩ জন বীরের জন্য। জয়ের জন্য মরিয়া হয়ে আমরা সম্ভাব্য সবকিছুই দিয়েছি।’
অন্যদিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর ১৯৮৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলটির কোচ আলেসান্দ্রো সাবেলা আনুষ্ঠানিক এক প্রতিক্রিয়ায় জানান, ‘প্রথমার্ধে দুই দলই সমান-সমান লড়েছি। কিন্তু বিরতি থেকে ফিরে আমরা যেভাবে খেলেছি তাতে জয়টা আমাদের প্রাপ্যই ছিল।’ প্রসঙ্গত, শেষ আটে লিও মেসির দল যুক্তরাষ্ট কিংবা বেলজিয়ামের মুখোমুখি হবে।’



মন্তব্য চালু নেই