২২ মাস পর জামিনে মুক্ত মান্না

দীর্ঘ ২২ মাস পর জামিনে মুক্ত হলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রোববার সন্ধ্যা পৌনে ৭টায় কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার দিকে বনানীর একটি বাড়ি থেকে তাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। আটকের ২০ ঘণ্টা পর তাকে গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়।

এরপর আদালত থেকে জামিন পেলেও পরবর্তীতে সেই জামিন আবার স্থগিত করা হয়। অবশেষে গত ২৮ নভেম্বর তার জামিন বহাল রাখে আপিল বিভাগ। আজ (রোববার) কারাগার থেকে মুক্তি পেলেন তিনি।



মন্তব্য চালু নেই