২২ এপ্রিল বিএনপির লংমার্চ

২২এপ্রিল তিস্তা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবি ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী মঙ্গলবার এ লংমার্চ শেষে পরদিন বুধবার ২৩ এপ্রিল বেলা ১১টায় লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার তীরে একটি সমাবেশটি অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করি সরকার লংমার্চের বিষয়ে সহযোগিতা করবে। তাদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী বাধা সৃষ্টি করবে না।’ একই সাথে বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের তিন বছরপূর্তিতে এ নেতার ফিরিয়ে দেয়ার দাবিতে বৃহস্পতিবার এক প্রতিবাদ সভার ঘোষণাও দিয়েছে দলটি।



মন্তব্য চালু নেই