২১ আগস্ট গ্রেনেট হামলাকারীদের ফাসির দাবীতে আ.লীগের মানববন্ধন

মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর : ২০০৪ সালে ২১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের এক জনসভায় ততকালীন জামায়াত-বিএনপির চারদলীর জোটের সরকারের আমলে গ্রেনেট হামলা চালান হয়, উক্ত গ্রেনেট আমলায় ততকালীন বিরুদ্ধ দলীয় নেত্রী এবং বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে মারার উদ্দ্যোশে করে নির্মমভাবে গ্রেনেট হামলা চালনো হয় এবং বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা যুবলীগের সভাপতি আইভি রহমানসহ ২৪ নেতা-কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয় এর প্রতিবাদে এবং খুনিদের ফাসির দাবীতে আজ বুধবার মাদারীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত জেলা আওয়ামী লীগের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে মানববন্ধনে বক্তব্য রাখানে, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন আরিফ, সাবেক নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয়ের কলেজের ভিপি আব্দুল আল মামুন, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হুমায়রা লতিফ পান্না, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন জাহান. সাবেক নাজিমউদ্দি বিশ্ববিদ্যালয়ের কলেজের ভিপি মো: মশিউর রহমান ইলিয়াস শরীফ, সাবেক ছাত্র নেতা বাবু উত্তম কুমার বৈদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি আতাহার সরদার, জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয়ের কলেজের ভিপি জাহিদ হাসান অনিক প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্য বলেন, গ্রেনেট হামলা কারিদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজ পথে থাকবেন।



মন্তব্য চালু নেই