২০২১ সালের মধ্যে ভারত হবে মুসলিম ও খ্রিস্টানমুক্ত!

ধর্মান্তরকরণ বিবাদ নিয়ে যখন খোদ ভারতের পার্লামেন্টে বিতর্ক দেখা দিয়েছে, তখন ফের আপত্তিকর বিবৃতি দিলেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের শাখা ‘ধর্ম জাগরণ মঞ্চ’র সভাপতি রাজেশ্বর সিং।

বৃহস্পতিবার ‘এবিপি’ হিন্দি নিউজ চ্যানেলসহ বিভিন্ন ওয়েবসাইট গণমাধ্যমে প্রচারিত সংবাদে বলা হয়েছে,‘রাজেশ্বর সিং বলেছেন, ‘মুসলমান ও খ্রিস্টানদের ভারতে থাকার অধিকার নেই। ইসলাম বিদেশি ধর্ম। যদি ওরা মুসলমান হয়ে ভারতে থাকতে চায়, ওদের থাকে দেয়া হবে না। তা সে বাংলাদেশি হোক বা অন্য কেউ হোক। এই দেশ মুসলমানদের সম্পত্তি নয়।’

তার দাবি, ২০২১ সালের মধ্যে ভারত মুসলিম এবং খ্রিস্টানমুক্ত করা হবে।

এই খবরটি এবিপি নিউজ ছাড়াও সাহারা সময়, নবভারত টাইমস, আজতক, আই বি এন-৭, শ্রী নিউজ, প্রভাত খবরসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

রাজেশ্বর সিংয়ের দাবি, ‘ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্টস’ অ্যাক্ট পড়ুন, তাতে লেখা আছে, ভারত হিন্দুদের এবং পাকিস্তান মুসলিমদের।’ তার আরো দাবি, ‘ভারত মুসলমানদের জন্য নয়, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, আপনারা সেখানে গিয়ে থাকুন।’

খ্রিস্টানদের নিয়ে তার মতামত হল, ‘এখানে তাদের শাসন নেই। যখন তাদের শাসন ছিল, তখন তারা থাকতে পারতেন। যদি ভারতীয় খ্রিস্টান হয়, তাহলে তাদের হিন্দু হয়ে থাকতে হবে। বিদেশি হলে, তাদের ফিরে যেতে হবে। এতা আমাদের সত্য অনমনীয় নীতি। সূত্র: আইআরআইবি



মন্তব্য চালু নেই