‘২০২০ সালের মধ্যে পুঁজিবাজারে নতুন দিগন্ত উন্মোচিত হবে’

২০২০ সালের মধ্যে পুঁজিবাজারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, যেভাবে চলছে আরও কিছু পরিবর্তন করতে পারলে ২০২০ সালের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। যেখান থেকে আমরা বিভিন্ন বিনিয়োগে আগ্রহ নিতে পারব। মাত্র তিন বছর বাকি আছে। এই সময়ের মধ্যেই আরও শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস।

আজ রবিবার রাজধানীর ধানমণ্ডি মাইডাস কনভেনশন সেন্টারে ‘মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের’ বাণিজ্যিক কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহিত ।

গত দুই দশকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে হয়নি-একথা উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, এ রকম রেকর্ড খুব কম দেশেরই আছে। আমি মনে করি, দেশ এখন যেভাবে চলছে, যদি আরও কিছু পরিবর্তন করতে পারি তাহলে এ দশকেই নতুন নতুন বিনিয়োগ আসবে। ফলে পুঁজিবাজার আরও শক্তিশালী হবে।

অর্থমন্ত্রী বলেন, আশির দশকে এনজিও হিসেবে কার্যক্রম শুরু করা মাইডাস চলত বিদেশি সহযোগিতার টাকায়। এক সময় এ প্রতিষ্ঠান নিজের টাকাতেই চলবে বলে ঘোষণা ছিল প্রতিষ্ঠানটির তখনকার কর্ণধারদের।



মন্তব্য চালু নেই