২০১৭ সালে ২০ কোটি ইন্টারনেট গ্রাহক বাড়ছে

গুগলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ২০১৭ সালের মধ্যে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হবে ৫০ কোটি।এর মধ্যে ৪০ কোটি মানুষ তাদের মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত থাকবে।

গুগলের ভারত অঞ্চলের পরিসংখ্যানবিদ আশিষ কালসি বলেন, ‘বর্তমানে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩০০ মিলিয়ন যার মধ্যে ১৫২ মিলিয়ন লোক ইন্টারনেট ব্যবহার করে মোবাইল দিয়ে। ২০১৭ সালের মধ্যে এই সংখ্যা ৫০০ তে উন্নীত হবে, যার মধ্যে ৪০০ মিলিয়ন থাকবে মোবাইল ফোন গ্রাহক।

গুগল দ্বারা পরিচালিত ভক্স ফাউন্ডেশনের আয়োজিত সাংবাদিকদের এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিষয়বস্তু হচ্ছে ইন্টারনেট ব্যবহারের মূল কারণ। যা গুগল করেছে যেকোনো বিষয়কে মুহূর্তে উপস্থাপন করা। গুগল সার্চে সহজে পাওয়ার জন্য চারটি বিষয় মাথায় রাখা উচিত। সহজে প্রবেশের সুযোগ, মান, প্রদর্শন এবং ব্যবহারকারীদের চাহিদার ভিত্তিতে অভিজ্ঞতা অনুসারে ওয়েবসাইট বানানো হলে তা সহজেই গুগলে খুঁজে পাওয়া যাবে।’

অনলাইনে বিষয়বস্তু সৃষ্টিকারীদের ওয়েবসাইটে সার্চ করার সুযোগ, গুগল ট্রেন্ড এবং ইন্টারনেটে ভারতীয় ভাষার কথা চিন্তা করে ওয়েবসাইটের বিকাশ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।



মন্তব্য চালু নেই