২০১৬ এশিয়া কাপও বাংলাদেশে!

টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আসর বসতে পারে বাংলাদেশে। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিতই দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত কয়েক বছরে এশিয়া কাপ আয়োজনের ভেন্যু নির্বাচন নিয়েই গলদঘর্ম অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তাদের। টুর্নামেন্টের সর্বশেষ দুটি আসর বসেছিল বাংলাদেশে। ২০১৬ সালে এশিয়া কাপের টানা তৃতীয় আসর ঢাকায় হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

বুধবার মিরপুর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেন টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু ভারত হলেও বাংলাদেশেরও আয়োজক হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এসিসির সভা ছাড়া কোনো কিছু নিশ্চিত নয়। খুব সম্ভবত ভারতেই পরবর্তী এশিয়া কাপ হবে। সেটা না হলে বাংলাদেশই মনে হয় সম্ভাব্য আয়োজক।’

২০১২ ও ২০১৪ সালে ঢাকায় বসেছিল এশিয়া কাপ ক্রিকেটের আসর। ২০১৬ সালে টুর্নামেন্টটি শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথাই জানা গিয়েছিল। শেষ অবধি আগের দুই দেশ বাদ দিয়ে ঢাকায়ও হতে পারে টুর্নামেন্টটি। আগামী বছর মার্চে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটি এবার টি২০ ফরম্যাটে হবে।

ত্রয়োদশ আসরের সম্ভাব্য ভেন্যু হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাতও। এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভায় ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আর বাংলাদেশ যদি প্রস্তাব পায়, তবে এশিয়া কাপ বাংলাদেশেই হবে।’



মন্তব্য চালু নেই