২০০০ নীলছবি নিলাম করল ইতালির আদালত!

ইতালির এক আদালতকে এক অদ্ভুত দায়িত্ব পালন করতে হয়েছে। সম্প্রতি প্রায় ২০০০য়েরও বেশি সংখ্যক নীল ছবি নিলাম করছে ইতালির একটি আদালত৷ আগামী ২৪ সেপ্টেম্বর এই নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। উত্তর ইতালির ত্রেভিসো নিলাম ঘরে অনুষ্ঠিত হতে চলা এই নিলামে নীলছবির প্রাথমিক দাম রাখা হয়েছে ৭২০ ইউরো।

আর্থিক তছরূপের অভিযোগে লুউগি ক্যাম্পেয়েনো নামের এক উদ্যোগপতিকে গ্রেফতার করে পুলিশ। দেখা যায় ওই উদ্যোগপতি পরিবহণের প্রয়োগশালার নাম করে প্রায় ৪০ মিলিনয় ইউরো আত্মসাৎ করেছে। সেই কারণেই আর্থিক সহায়াতার কারণে এই নিলামের অয়োজন করা হচ্ছে। নীলছবি ছাড়াও ৪০০ টি গাড়ি, ৭০টি নৌকা ও ১৬০টি মোটর বাইকেও নিলামে তোলা হবে।



মন্তব্য চালু নেই