১ টি ফলের দাম ১৬ লাখ টাকা !

একটি ফল কিনতে কেউ কি লাখ টাকা খরচ করবেন- পৃথিবীতে এমন মানুষ বিরল। কিন্তু, যদি পকেট থাকে ভরা তাহলে খায়েশ মিটিয়ে নিতে পারেন। আর না-ই বা খেলেন, জানতে দোষ কী। এমনই একটি ফল, যার দাম ১৬ লাখ টাকা!

ফলটি হলো-জাপানের যুবারি মেলন, বাইরে থেকে দেখতে অনেকটাই আমাদের তরমুজের মতো। কিন্তু, স্বাদে আবার কমলালেবুর কাছাকাছি। ফল গোত্রে এটাই দুনিয়ার সবচাইতে দামি। এতটাই দামি, এ সপ্তাহে জাপানের বাজারে একটা যুবারি মেলনের দাম উঠেছে ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ ৯২ হাজার রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় সাড়ে ১২ লাখ। এমনই দাম যে, এর চাইতে কম টাকায় জাপানে নতুন গাড়ি কেনা হয়ে যাবে।

তবে, এটা কিন্তু রেকর্ড দাম নয়। গত বছর এক একটা যুবারি মেলন বিক্রি হয়েছে ১০ লক্ষ রুপিতে অর্থাৎ বাংলাদেশি টাকায় যা ১৬ লাখ। এই ফলটি জাপানে আভিজাত্যের প্রতীক। ধনীরা বন্ধু-স্বজন মহলে এই ফল উপহার দিয়ে থাকেন বলে জানা যায়।



মন্তব্য চালু নেই