১৮ বছর আগে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার

১৮ বছর আগের কথা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের একটি হাসপাতাল থেকে হারিয়ে যায় কামিয়াহ মোবলে নামের একটি মেয়েশিশু। পুলিশের ধারণা, সে সময় চুরি করা হয়েছিল শিশুটিকে।

সবাইকে অবাক করে দিয়ে দেড় যুগ পর খোঁজ মিলল শিশুটির। তবে ফ্লোরিডায় নয়, সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে। আর মোবলেকে উদ্ধারের সময় অপহরণের অভিযোগে আটক করা হয়েছে গ্লোরিয়া উইলিয়ামস নামের এক নারীকে। তাঁর বয়স ৫১ বছর।

জ্যাকসনভিল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপহরণের পর মোবলেকে অন্য একটি নাম দেওয়া হয়। সে বিশ্বাস করত গ্লোরিয়া তাঁর মা। তবে ডিএনএ পরীক্ষার পর মোবলের আসল পরিচয় পাওয়া গেছে।

উদ্ধারের বিষয়ে মোবলের প্রকৃত বাবা-মাকে জানানো হয়েছে। তাঁর (মোবলে) শারীরিক অবস্থা বেশ ভালো। শারীরিক গড়ন ১৮ বছর বয়সী স্বাভাবিক মেয়েদের মতোই।

১৯৯৮ সালের জুলাইয়ে জন্ম নেন কাময়াহ মোবলে। শিশুটির জ্বর হয়েছে এবং চিকিৎসার দরকার অজুহাতে জন্মের মাত্র আট ঘণ্টা পর মোবলেকে নিয়ে যান অপহরণকারী গ্লোরিয়া। সে সময় তিনি নিজেকে হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন।



মন্তব্য চালু নেই