১৮ ডিসেম্বর সরকার পতনের দিকনির্দেশনা দেবেন খালেদা

আগামী ১৮ ডিসেম্বর সরকার পতনের দিক নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।

ওইদিন গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তৎকালীন ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং বর্তমান ছাত্র নেতাদের সমন্বয়ে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক কনভেনশনের আয়োজন করবে বিএনপি। কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারপারসন।

আমান উল্লাহ আমান বলেন, ‘আগামী ১৮ ডিসেম্বর রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য এক কনভেনশনের আয়োজন করেছে। কনভেনশনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিবেন। ওই কনভেনশনে বেগম জিয়া ছাত্র জনতাকে সরকার পতনের দিকনির্দেশনা দেবেন। তাই আমরা শপথ নিতে চাই, বেগম জিয়ার নেতৃত্বে এই সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরবো।’

তিনি বলেন, একটি ব্যর্থ, খুনি ও লুটেরা সরকার বাংলাদেশকে শাসন করছে। এই অবস্থা আর চলতে দেয়া যায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তৎকালীন ও বর্তমান ছাত্র নেতাদের সমন্বয়ে ঢাকায় একটি কনভেনশন আয়োজন করবো। ঠিক যেমনটি আমরা ১৯৯০ সালে করেছিলাম। যার ফলে স্বৈরাচার এরশাদের পতনের পথ উন্মুক্ত হয়েছিল।’

কোন কোন ছাত্র সংগঠন আপনাদের এই কনভেনশনে থাকবে- এই প্রশ্নের জবাবে আমান বলেন, ‘যে ছাত্র সংগঠনগুলো চলমান আন্দোলনে আমাদের সঙ্গে শরীক হবে তারা সবাই থাকবে। তাদের নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

জামায়াত শিবির কি এই কনভেনশনে থাকবে- এই প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘শুধু মাত্র ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য, তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্য ও বর্তমান ছাত্র নেতারাই এই কনভেনশনে থাকবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব-উন-নবী-খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই