১৮টি সোনার বারসহ ওসমানী বিমানবন্দরে আটক ১

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮টি সোনার বারসহ জয়নাল আবেদীন (৩৮) নামে নামে দুবাই প্রবাসী এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। একইসঙ্গে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭টি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন সেট ও ৪১৪টি মেমোরিকার্ড।

জয়নালের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের ষাটশোলা গ্রামে।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ওমর মুবিন বলেন, ‘শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের যাত্রী জয়নাল আবেদীনের লাগেজ স্ক্যানিংয়ের সময় লাগেজের ভেতরে সোনা থাকার বিষয়টি ধরা পড়ে। পরে লাগেজ তল্লাশি করে সোনারবার, মোবাইল সেট ও মেমোরি কার্ড পাওয়া যায়। উদ্ধারকৃত ১৮টি সোনার বারের ওজন ২ কেজি ৯৯ গ্রাম। এর আনুমানিক মূল্য ৭২ লাখ টাকা।’

জয়নালের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান শুল্ক কর্মকর্তা ওমর মুবিন।



মন্তব্য চালু নেই