১৫ মার্চ ক্যাব চট্টগ্রাম মহানগরী কমিটির সম্মেলন

আগামী ১৫ মার্চ ২০১৫ইং দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষনকারী প্রতিষ্ঠান কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম মহানগর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৯ ফেব্রুয়ারি ২০১৬ইং এর মধ্যে নগরীর ১৬টি থানা কমিটিতে নতুন সদস্য ভর্তি করে কমিটিগুলি পুর্নঃগঠন করে মহানগরের কাউন্সিলরদের তালিকা মহানগর কমিটির কাছে প্রেরণের জন্য বলা হয়েছে।

৬ ফেব্রুয়ারি শনিবার বিকালে নগরীর চান্দগাঁওস্থ ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কার্র্যালয়ে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপরোক্ত সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় থানা পর্যায়ে নতুন সদস্য ভর্তি ও কমিটি পুর্নঃগঠনের জন্য বন্দর ও পতেঙ্গা ও ইডিজেড থানার জন্য হাজী ইকবাল আলী আকবর(০১৯১৩৬৩৪২৫৮), মোহাম্মদ আলী(০১৭১১১০২৯৫৮), হালিশহর থানার জন্য জেসমিনা খানম(০১৮১৯১৭৩২৮০), হাজী জাহাঙ্গীর আলম(০১৮১৩৮৫৯৩৫১), ইঞ্জিনিয়ার ইব্রাহিম(০১৭১১৯৪২১৫৫), ডবলমুরিং থানার জন্য অ্যাডভোকেট রেহেনা কবির রানু(০১৭১২১৭৬৪১৭), মোনায়েম বাপ্পী( ০১৮১৯৫২৪৯২২), কাজী মুহাম্মদ ইউসুফ(০১৮১৭৭০২৫৫৮), সদরঘাট থানার জন্য মোঃ শাহীন চৌধুরী( ০১৫৫৪৩২৭১৫৫), জান্নাতুল ফেরদৌস(০১৮১৬৩০২২২০), নরুল আবচার তালুকদার(০১৮১৩৫৭৯২২১), কোতোয়ালি থানার জন্য আবদুল হালিম দোভাস(০১৭১৪২৮৯২৩৫), অঞ্চল চৌধুরী(০১৮১৯৫৩৭২১৪), জাহাঙ্গীর মোস্তফা (০১৭১১১৭০৯২৮), চকবাজার থানার জন্য এএম তৌহিদুল ইসলাম(০১৯১১২৬৭২২০), অধ্যাপিকা তসলিমা খান রোজি (০১৮১৯১৭১১৮১), বাকলিয়া থানার জন্য এএম তৌহিদুল ইসলাম(০১৯১১২৬৭২২০), চান্দগাঁও থানার জন্য জানে আলম (০১৮১৮৯২৯০৮১৯), ইসমাইল ফারুক(০১৮১৯৫৪২৫৬৫), জসিম উদ্দীন(০১৭১১৪৮১৩৭৯), জাহিদ হোসেন(০১৭১২৭৭৫২০১), পাচলাই থানার জন্য জেসমিন পারভীণ জেসি(০১৮১১৩৯৪২৮১), আবুল কাসেম(০১৮১৯৬৪৭৬৬৭), সায়মা হক(০১৭১১৮৮৫০২৬), বায়েজিদ থানার জন্য নাসিমা আলম(০১৮১৫১৬৫২৯৭), কর্নফুলি থানার জন্য রুবি খান(০১৮১৩২১১৬৯৭), খুলসী থানার জন্য সেতারা গফ্ফার(০১৭১১৪২৭৮৭৪), আবিদা আজাদ(০১৮১৯৯৮২১০৩), রুকসানা আখতারুন্নবী(০১৮১৮৫১১১১৭), ঝর্না বড়–য়া(০১৮১৯৯৩৯৭৭৮), পাহাড়তলী থানার জন্য আবিদা আজাদ(০১৮১৯৯৮২১০৩), হারুন গফুর ভুঈয়া(০১৮১৮৯৯৪৯৬৭০), মিলি চৌধুরী(০১৯২২১৯২৯৯৩), আকবর শাহ থানার জন্য আবিদা আজাদ(০১৮১৯৯৮২১০৩), দীপক কুমার ঘোষ(০১৮৩০১৬০৯২৩), মিলি চৌধুরী(০১৯২২১৯২৯৯৩), ক্যাব যুব গ্রুপের জন্য চৌধুরী কে এন এম রিয়াদ(০১৭৩০০৮৮৬৪৮), আনসরুল করিম(০১৮২৪৭১৮২৯৯), মাসুকুর রহমান চৌধুরী(০১৬৭৪৯৫৬৯৮২) সংস্লিষ্ঠ থানার ক্যাব এর সদস্য/সদস্যাদেরকে দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করে সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য পদ গ্রহন করে থানা পর্যায়ে কমিটি পুর্নঃগঠনের প্রক্রিয়াকে জোরদার করার জন্য সকল সচেতন নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে।

সভায় ক্যাব এর কর্মকান্ড জোরদার করার, সদস্য সংগ্রহ অভিযান, ওয়ার্ড, থানা ও উপজেলা পর্যায়ে ক্যাব শাখা কমিটি গঠনসহ ক্যাবকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় আগ্রহী ক্রেতা-ভোক্তা ও মানবাধিকার কর্মীসহ সর্বসাধারনকে ক্যাব এর সদস্য পদ গ্রহনের জন্য আহবান জানানো হয়। এ ব্যাপারে ক্যাব চট্টগ্রাম কার্যালয় জহিরুল ইসলাম, (০১৫৫৩২৯২৫৪), শাম্পা কে নাহার(০১৫৫৪৩৫৪৬৪৯) বা বাড়ী # ৬৮ রোড় # ০৪ ব্লক-বি, চা›ঁদগাও আ/এ, চট্টগ্রাম এ যোগাযোগ করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশনেন ক্যাব বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা কমিটির আহবায়ক আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব নেতা কবি ও মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী, ক্যাব বাকলিয়ার এ এম তৌহিদুল ইসলাম, ক্যাব সদরঘাটের জান্নাতুল ফেরদৌস, ক্যাব খুলসি ঝর্না বড়–য়া, ক্যাব কোতোয়ালির জাহাঙ্গীর মুস্তফা, ক্যাব চান্দগাও’র জানে আলম, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভুইয়া, ক্যাব চান্দগাও’র আবুল কাসেম, রুবি খান, জসিম উদ্দীন, মোহাম্দ জাহিদ হোসেন, প্রবন বিশ্বাস, হুসাইন মুহাম্মদ নওশাদ, শান্তা সাবিহা আক্তার ও ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ এবং সাধারন সম্পাদক আনসারুল করিম প্রমুখ।



মন্তব্য চালু নেই