১৫০ বছর পর ঘুম ভাঙলো ভারতের একমাত্র আগ্নেয়গিরির

ভারতের একটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, সর্বশেষ পর্যবেক্ষণে বারবার অগ্ন্যুৎপাত করতে দেখা গেছে আগ্নেয়গিরিটিকে। এই আগ্নেয়গিরিটি আন্দামান বন্দর থেকে ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত বলে জানা গেছে।

জানা গেছে, ব্যারেন যে থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে, তার প্রতিটি পাঁচ থেকে ১০ মিনিট করে স্থায়ী ছিলো। যা পর্যবেক্ষণ করছে ভারতের সরকারি সংস্থা।

১৫০ বছর পুরোপুরি নিস্তব্ধ থাকার পর ১৯৯১ সালে প্রথমবার আগ্নেয়িরিটিকে অগ্ন্যুৎপাত করতে দেখা যায়। এরপর থেকেই সেটির উপর নজর রাখছে ভারত।



মন্তব্য চালু নেই