১৪ হিজড়ার প্রকৃত লিঙ্গ জানতে ঢামেকে চিঠি

১৪ জন হিজড়া প্রকৃত হিজড়া কি না তা সনাক্ত করে ডাক্তারি সনদপত্র দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বরাবরে একটি চিঠি পাঠিয়েছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মোহাম্মদ হাবিুবজ্জামান চৌধুরী।

তিনি জানান, মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠি আমরা পেয়েছি। চিঠিতে ১৪ জন হিজড়ার নাম ঠিকানা উল্লেখ করে পাঠানো হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করে তারা প্রকৃতপক্ষেই হিজড়া কি না তা জানাতে বলা হয়েছে।

তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা একটি বোর্ড গ্রহণ করেছি। বোর্ডে আমিসহ এবং আরে কয়েকজন সহকর্মী রয়েছেন। তারা হলেন, গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডা ফেরদৌসী ইসলাম, অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামিম আরা এবং ফরেনসিকের প্রভাষক ডা. মমতাজ আরা।

আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় মেডিকেল পরীক্ষার জন্য ঢামেকের ফরেনসিক বিভাগে ১৪ জন হিজড়া উপস্থিত থাকবেন। ডা. হাবিবুজ্জামান জানিয়েছেন, ওই হিজড়াদের সরকারি চাকরি হয়েছে। লিঙ্গ নির্ণয়ের জন্যই মূলত এ পরীক্ষা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই