১৪ বছরের ক্রিকেটারের ৩৬ লাখ রূপির চুক্তি

গত বছরের নভেম্বরে ভারতের মুম্বাইয়ের আজাদ ময়দানে অনুষ্ঠিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টে `হ্যারিস শিল্ডে`র হয়ে ৩৩০ বলে ৫৪৬ রানের ইনিংস খেলেছিল পৃথ্বী পঙ্কজ শাহ।

 

৮৫টি চার ও ৫টি ছক্কায় ইনিংসটি সাজায় পৃথ্বী। সেন্ট ফ্রাঞ্চিস ডি` আসিসির বিপক্ষে ম্যারাথান ইনিসংটি খেলে মুম্বাইয়ের ওই কিশোর।

 

১৪ বছরের এই কিশোর ভারতের ঐতিহাসিক `ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া`র (সিসিআই) সদস্যপদ পেয়েছে । সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সিসিআই’র সদস্যপদ অর্জন করে সে।

 

এবার গড়েছেন নতুন আরেকটি রেকর্ড। ৩৬ লাখ রূপিতে ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এসজি’র ব্রান্ড অ্যাম্বাসেডর হয়েছে পৃথ্বী।

 

টাইমস অব ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সুনিল গাভাঙ্কার, রাহুল দ্রাবিড় ও শেহবাগ এসজি  প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন।

 

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, ছয় বছরের জন্য পৃথ্বীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এসজি।  খেলাধুলায় পূর্ণ মনোযোগ এবং উৎসাহ দেওয়ার জন্য মুম্বাইয়ের এই ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।



মন্তব্য চালু নেই