১৪২ রানেই অলআউট পাকিস্তান

অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে ভীষণ বিপদে পাকিস্তান ক্রিকেট দল! স্বাগতিক বোলারদের তোপে কোণঠাসা তারা। সাবধানে পা ফেলেও কাজ হয়নি। নিজেদের প্রথম ইনিংসে ১৪২ রানেই অলআউট হয়ে গেছে পাকিস্তান।

এর আগে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে সবকটি উইকেট খুইয়ে ৪২৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। তাই প্রথম ইনিংসে অসিদের চেয়ে ২৮৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামছে পাকিস্তান।

আগের দিনই মাত্র ৬৭ রান তুলতে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। হাতে ২ উইকেট উইকেট নিয়ে আজ শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে মিসবাহ-উল-হকের দল।

এদিন মোহাম্মদ আমিরকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন সরফরাজ আহমেদ। নবম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন তারা। এই জুটিই পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ। ৬৯ বলে দুটি চারে ২১ রান করে আমির সাজঘরে ফেরেন বার্ডের শিকার হয়ে।

শেষ ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা রাহাত আলী ব্যক্তিগত ৪ রানের মাথায় রানআউটের শিকার হন। একপ্রান্ত আগলে রাখা সরফরাজ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ রানে।

অস্ট্রেলিয়ার পক্ষে সমান তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও জ্যাকসন বার্ড।



মন্তব্য চালু নেই