১৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন না করলে সিম বন্ধ

ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে নতুন করে নিবন্ধন করা না হলে সিম বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে ইতিপূর্বে নিবন্ধিত সিমের ভেরিফাই করে দেখাতে হবে। অন্যথায় এসব সিমও বন্ধ করে দেওয়া হবে।

বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, যাদের সিম আগেই নিবন্ধন করা হয়েছে তাদেরও যাচাই করে দেখাতে হবে (ভেরিফাই) সঠিকভাবে রেজিস্ট্রেশন করা আছে কি না। যাচাই করে দেখাতে ব্যর্থ হলে তাদের সিমও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। তারপর চূড়ান্তভাবে সিম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী রোববার গণমাধ্যমের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া জানানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।



মন্তব্য চালু নেই