১৩০ সেলিব্রিটির ইমেইল হ্যাক, যুবক গ্রেপ্তার

হ্যাক করা তার নেশা। সাধারণ কোনো মানুষের ইমেইল নয়, সেলিব্রেটিদের ইমেইল হ্যাক করে তিনি মজা পেতেন। ১৩০ জন সেলিব্রিটির ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার পর গ্রেপ্তার হলেন ২৩ বছরের যুবক। ইমেইলগুলোর মধ্যে ছিল সিনেমা (যা এখনও প্রকাশ পায়নি), টেলিভিশন স্ক্রিপ্ট, সেক্স টেপ, ছবি ইত্যাদি।

২৩ বছরের অ্যালেঞ্জো নোলেস উত্তর আমেরিকার বাহামসের নাগরিক। ইমেইল হ্যাক করার পর তিনি একজন রেডিও সঞ্চালকের সঙ্গে যোগাযোগ করেছিলন টেলিভিশন স্ক্রিপ্ট, সেক্স টেপ ও ছবি গুলি বিক্রি করার জন্য। এরপর ওই রেডিও সঞ্চালকই প্রশাসনকে ঘটনাটি জানায়। তারপর স্টিং অপারেশন চালিয়ে গ্রেপ্তার করা হয় অ্যালেঞ্জো নোলেসকে।

কপিরাইট লঙ্ঘন ও পরিচয় প্রতারণার ধারা দেয়া দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। এই দুইটি ধারাই ক্রিমিনাল অ্যাক্টের আওতায় রয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বাধিক পাঁচ বছরের জেল হতে পারে অ্যালেঞ্জো নোলেসের।



মন্তব্য চালু নেই