১২ বিশিষ্ট ব্যক্তিকে লাইভস্টক সোসাইটির সম্মাননা

রাজশাহীতে ১২ বিশিষ্ট ব্যক্তিকে প্রাণিসম্পদে অসামান্য অবদান রাখায় সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস)।

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
পরে তিনি তাদের সম্মাননা প্রদান করেন।

শুক্রবার দুপুর ১২টায় নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এসব তথ্য জানান বাংলাদেশ লাইভ স্টক সোসাইটির সভাপতি প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হলো ‘পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন’। এতে প্রাণিসম্পদে অসামান্য অবদান রাখায় মোট চারটি ক্যাটাগরিতে ১২ বিশিষ্টজনকে সম্মাননা দেওয়া হবে।

সম্মাননার জন্য নির্বাচিত ১২ জন হলেন হাসিবুর রহমান, প্রফেসর আনম আমিনুর রহমান, ডা. ইমরান হোসেন খান, শাহ্ জামাল, ডা. ফরহাদ হোসেন, আমিরুল ইসলাম, মাসুদ রানা বাবু, মুকিত মজুমদার বাবু, কানিজ ফাতেমা, সালামত উল্লাহ, মেরিনা পারভীন মেরী ও রুমন ফরহাদ খান।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ডা. হেমায়েতুল ইসলাম আরিফ, পোলট্রি অ্যাসোসিয়েশশন সম্পাদ এনামুল হক, ডা. রিয়াজুল ইসলাম, ডা. জাকির ও ডা শাহীন প্রমুখ।

উল্লেখ্য, এদিন সেখানে অ্যানুয়াল কনফারেন্স ও পোল্ট্রি লাইভস্টক মেলাও অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই