১২ বছর ৮ মাস পর একা থাকার যন্ত্রণা ভুললেন ক্রিকেটার শেহওয়াগ

চিপকে ট্রিপল সেঞ্চুরি গড়ে নজির গড়লেন করুন নায়ার। বীরেন্দ্র শেহওয়াগের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে নায়ার তিনশো রানের রেকর্ড গড়লেন সোমবার।

৩৮১ বলে অপরাজিত ৩০৩ রানের ইনিংসে নায়ার ৩২টি চার ও চারটি ছয় মারলেন। ভারতীয়দের মধ্যে একমাত্র বীরুরই ট্রিপল ছিল। যদিও তাঁর কেরিয়ারে জোড়া ট্রিপল সেঞ্চুরি রয়েছে।

২০০৮-এর ২৬ মার্চ এই চিপকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ করেছিলেন শেহওয়াগ। ২০০৪-এর ২৮ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে মুলতানে ৩০৯ করেন বীরু। সেটাই ছিল বীরুর প্রথম ট্রিপল।

টুইটারে মারাত্মক সক্রিয় বীরু। নায়ারের ট্রিপলের পরেই তাঁর স্বভাবসিদ্ধ মজাদার টুইট চলে আসল নায়ারকে শুভেচ্ছা জানিয়ে। বীরেন্দ্র শেহওয়াগ বলছেন, ‘১২ বছর আট মাস একা থাকার যন্ত্রণা ভুলালেন নায়ার। দারুণ মজা পেলাম।’



মন্তব্য চালু নেই