১০ হাজার মিলিঅ্যাম্পায়ার ব্যাটারির ফোন

স্মার্ট ফোনে চার্জ একটি বড় সমস্যা। কারণ, স্মার্ট ফোনে ইন্টারনেটে ব্রাউজ করা যায়, গেম খেলা যায়, ছবি তোলা যায়, বই পড়া যায়, গান শোনা যায়। এভাবে অনেক কাজই করা যায়। আর এতো কিছু করার পর ফোনের চার্জ দ্রুত ফুরাবে সেটাই স্বাভাবিক। তারপরও স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিষয়টি বেশ বিরক্তিকরই।

এ বিষয়টি মাথায় রেখেই আউকিটেল নামে চীনের একটি হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান প্রযুক্তি বাজারে নিয়ে এল কে১০০০০ নামে তাদের নতুন ফোন। ফোনটিতে রয়েছে ১০ হাজার মিলি অ্যাম্পায়ার আওয়ার ব্যাটারি। সব অ্যাপস ব্যবহার করার পরেও দুদিন নিশ্চিন্তে চালানো যাবে ফোনটি।

৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে ফোনটিতে। ফোনটির রেজুলেশন ৭২০x ১২৮০ পিক্সেল। এতে রয়েছে মিডিয়াটেকের ১ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর। ২ জিবি র‌্যামের সঙ্গে ফোনটির বিল্ট ইন মেমোরি ১৬ জিবি। অতিরিক্ত মাইক্রো এসডি কার্ড দিয়ে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বৃদ্ধি করা যাবে। অ্যান্ড্রয়েডের ললিপপ ভার্সন দিয়ে ফোনটি পরিচালিত হবে।

ফোনটির রিয়ারে রয়েছে ৮ মেগা পিক্সেলের অটোফোকাস ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে ২ মেগা পিক্সেলের ক্যামেরা।

ফোনটিতে অন দ্য গো সুবিধা রয়েছে। অন দ্য গো-এর মাধ্যমে ইউএসবি ডিভাইসগুলো ফোনটির সঙ্গে সংযুক্ত করা যাবে।

জানুয়ারি থেকে ফোনটি প্রযুক্তি বাজারে পাওয়া যাবে। ফোনটির মূল্য ২৪০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১৯ হাজার টাকা।



মন্তব্য চালু নেই