তানোরে ৮ দোকানে আগুন :

১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত

রাজশাহী: রাজশাহীর তানোরে উপজেলার গোল্লাপাড়া বাজারে আগুনে ৮ দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার বেশি মালামাল ভস্মীভূত হয়েছে।
বাজারের দায়িত্বে থাকা নাইট গার্ড স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার গোল্লাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাজারের চা-স্টলের মালিক খোকন আলী জানান, প্রতিদিনের মতো শুক্রবারও তারা ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে বাজারে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নাইট গার্ড তাকে ফোন করে জানায় যে, তার দোকানসহ আশপাশে থাকা ওষুধের ফার্মেসি, গার্মেন্টস, লাইব্রেরিসহ প্রায় ৮টি দোকানে আগুন লাগে।

সংবাদ শুনে তিনি স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে আগুনে প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে বিদ্যুতের শর্ট সার্কিট অথবা চা স্টলের কয়লা থেকে এ আগুনের উৎপত্তি হতে পাড়ে বলে তিনি ধারণা করছেন।

তবে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা সময় মতো সেখানে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এ ঘটনায় শনিবার দুপুরে তানোর থানায় সাধারণ ডায়েরি করেছে ব্যবসায়ীরা।



মন্তব্য চালু নেই