১০ টাকায় সৌদি আরব!

‘মাত্র ১০ টাকা, ১০ টাকা’, ‘সৌদি আরব ১০ টাকা’, ‘যদি লাইগা যায় ১০ টাকা’। এভাবেই সৌদি আরব গমনেচ্ছুদের নাম নিবন্ধনের ফরম বিক্রি হচ্ছে ইস্কাটন রোডে। ওই রোডেই রয়েছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সেখানে এসব ফরম জমা নেওয়া হয়। তিন দিন ধরে নিবন্ধন ফরম জমা নেওয়া হচ্ছে এখানে।

বুধবার সকাল পৌনে ১০টায় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ ফরম জমা দিতে লাইনে দাঁড়িয়ে আছেন। প্রবাসী কল্যাণ ভবনের সামনের রাস্তা এবং রাস্তার পাশের বাগান পর্যন্ত সৌদি গমনেচ্ছুদের ভিড়। সেখানে কেউ রাস্তায় বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ ফুটপাতে ভ্যান-রিকশার ওপর বসে নিবন্ধন ফরম পূরণ করছেন।

সিরাজগঞ্জের বেলকুচি থানার বিশ্বাসপাড়া গ্রাম থেকে আসা রেজাউল ইসলাম  বলেন, ‘সকাল সাড়ে ৮টায় এখানে এসেছি। ১০ টাকা দিয়ে এক লোকের কাছ থেকে ফরম কিনেছি। আরেক ভাই আমার ফরমটি ৫০ টাকার বিনিময়ে পূরণ করে দিয়েছে। এখন বেলা পৌনে ১টা বাজে। এখনো ফরম জমা দিতে পারিনি।’

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ইউনুছ মিয়া বলেন, ‘সৌদি আরব যাওয়ার ইচ্ছা আছে। যদি এ সুযোগ কাজে লাইগা যায়, এজন্য ১০ টাকা দিয়ে একটি ফরম কিনে নিজেই লিখে জমা দিয়ে এসেছি।’

শুধু রেজাউল ইসলাম কিংবা ইউনুছ মিয়াই নন, এ রকম হাজার লোক বিভিন্ন এলাকা থেকে এসে ফরম জমা দিচ্ছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন ফরম জমা দিতে। কেউ কেউ চার-পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে ফরম জমা দিয়েছেন বলে জানান।

এদিকে শুধু একটি ফরম পূরণ করেই ৫০ টাকা নিচ্ছেন পূরণকারীরা। ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজের ছাত্র সাইদুল ইসলামকে দেখা যায় ফরম পূরণ করে ৫০ টাকা করে নিচ্ছেন। সাইদুল ইসলাম  বলেন, ‘আমি এখানে বেলা সাড়ে ১২টায় এসেছি। দেখলাম অনেক ফরম পূরণ করে দিচ্ছেন। এজন্য তারা ৫০ টাকা করে নিচ্ছেন। আমিও করে দিচ্ছি। পৌনে ২টা পর্যন্ত আমি ১১টি ফরম পূরণ করেছি। দু-একটি ফ্রি করে দিয়েছি।’

কুমিল্লার দেলোয়ার হোসেন নিজের ফরম জমা দেওয়ার পর অন্যদের ফরমও পূরণ করে দেন। তিনি বলেন, ‘অনেকে সঠিকভাবে ফরম পূরণ করতে পারেন না। আমার হাতে একটু সময়ও আছে, তাই পূরণ করে দিচ্ছি।’

এদিকে একটু পর পরই মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, ‘বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে রেজিস্ট্রেশন করা যাবে। আগে যারা করেছেন, তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাড়াহুড়ো করে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই।’

উল্লেখ, সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের নাম নিবন্ধন-প্রক্রিয়া শুরু হয়েছে ৯ ফেব্রুয়ারি (সোমবার) থেকে। পুরুষ শ্রমিকের ক্ষেত্রে নিবন্ধনের বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর এবং গৃহকর্মী হিসেবে নিবন্ধনের জন্য নারীদের বয়সসীমা ২৫ থেকে ৪৫ বছর। নিবন্ধন ফি নির্ধারণ হয়েছে ২০০ টাকা। প্রায় সাত বছর বন্ধ থাকার পর রোববার সৌদি আরবে বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। মঙ্গলবার এ বিষয়ে একটি চুক্তি হয়।



মন্তব্য চালু নেই