১০৩ বছর পুরনো বিস্কুট, বিক্রি হলো ১৮ লাখ টাকায়

হিমশৈলের ধাক্কায় ডুবে গিয়েছিল সেই সময়কার সবচেয়ে বড় প্রমোদতরী টাইটানিক। ডুবে গিয়েও ইতিহাসের পাতায় চির-অমর হয়ে আছে টাইটানিক। তাই বিশ্বের সবচেয়ে দামি বিস্কুট এখন সেই সময়কার সফরসঙ্গী।

ইংল্যান্ডে নিলামে উঠল টাইটানিকের এক যাত্রীর বিস্কুট। আর সেই বিস্কুট ১৫ হাজার পাউন্ড বা ১৭ লাখ ৮৯ হাজার ৭০৩ টাকায় কিনে নিয়েছেন গ্রিসের এক সংগ্রাহক।

১৯১২ সালের ১৪ এপ্রিল টাইটানিক ডুবে যায়। আর ওই সময় কার্পাথিয়া নামের একটি জাহাজ টাইটানিকের কয়েক জন যাত্রীকে বাঁচিয়েছিল। সেই জাহাজেই ছিলেন জেমস ফেনউইক। ফেনউইকের কাছেই সংরক্ষিত ছিল দ্য স্পিলার্স অ্যান্ড বেকার্সের পাইলট ক্র্যাকার নামে এই বিস্কুট।

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের উইলস্টশায়ারের হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলামে তোলে ওই বিস্কুট। প্রাথমিকভাবে আট থেকে দশ হাজার পাউন্ডের মধ্যে দাম ধার্য হয়। নিলামে উঠে সেই প্রাথমিক দাম অনেকটাই ছাড়িয়ে গেল।

ওই বিস্কুট ছাড়াও একই সঙ্গে নিলামে উঠেছিল একটি ছবিও। যে হিমশৈলের সঙ্গে ধাক্কায় ডুবে যায় টাইটানিক, ছবিতে সেই হিমশৈলটি দেখা যাচ্ছে বলে মনে করা হয়। ২১ হাজার পাউন্ড বা প্রায় ২৫ লাখ টাকায় বিক্রি হয় সাদা-কালো ছবিটি।



মন্তব্য চালু নেই