১শ কোটি টাকার সাপের বিষসহ আটক ১

যশোর’র বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে অন্তত ১শ কোটি টাকার সাপের বিষসহ মিলন নামে এক যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত ১১টার দিকে মিলনকে আটক করা হয়।

আটক মিলনের বাড়ি বেনাপোরের কাগমারি গ্রামে।

বেনাপোল বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালি বিজিবি চেকপোস্টে রাত ১১ ঘটিকার সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে মিলন নামে এক যুবকের কাছে ১২ পাউন্ড সাপের বিষ পাওয়া যায়। তখন প্রাইভেটকারসহ মিলনকে আটক করা হয়।

আটক মিলন জানায়, সাপের বিষ ফ্রান্স থেকে ভারতে আসে। ভারত থেকে বাংলাদেশে আসে বেনাপোল সীমান্ত দিয়ে। তিনি ওই সাপের বিষ ঢাকায় পৌঁছে দেয়ার জন্য যাচ্ছিলেন।

আটককৃত বিষের মূল্য ১শ কোটি টাকা বলে তিনি জানায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, মিলনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য চালু নেই