৫ম বজলুর রহমান স্মৃতি T20 ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৫

১ম রাউন্ডের শেষ ম্যাচের ১ম ইনিংস শেষে আর এন রোড ১৪৮

সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ৫ম বজলুর রহমান স্মৃতি T20 ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৫ এর ১ম রাউন্ডের শেষ ম্যাচ চলছে। এ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে সুলতানপুর ক্লাব ও আর এন রোড ক্রিড়া ও সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যশোর। এ ম্যাচে জয়ী দল সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

আর এন রোড ক্রিড়া ও সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যশোর টসে জয়লাভ করে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ১৪৮ রান সংগ্রহ করেছে। আর এন রোড এর পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন বাজু। সুলতানপুর ক্লাব, সাতক্ষীরার পক্ষে রাজা ও সাদ্দাম ৩টি করে উইকেট লাভ করেন।

এ ম্যাচে জয়লাভ করে সেমি ফাইনাল নিশ্চিত করতে সুলতানপুর ক্লাব, সাতক্ষীরাকে নির্ধারিত ২০ ওভারে করতে হবে ১৪৯।

 

 

১ম রাউন্ডের শেষ ম্যাচ চলছে

সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ৫ম বজলুর রহমান স্মৃতি T20 ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৫ এর ১ম রাউন্ডের শেষ ম্যাচ চলছে। এ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে সুলতানপুর ক্লাব ও আর এন রোড ক্রিড়া ও সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যশোর। এ ম্যাচে জয়ী দল সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

আর এন রোড ক্রিড়া ও সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যশোর টসে জয়লাভ করে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের মধ্যে জুম্মার নামাজের বিরতির পূর্ব পর্যন্ত ১১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৮১ রান সংগ্রহ করেছে। অপরাজিত ব্যাটসম্যান সজল ১০ ও রানা ১১ রানে আছেন। সুলতানপুর ক্লাব, সাতক্ষীরার পক্ষে প্রত্যাশা ২টি, আশিক ও সাদ্দাম ১টি করে উইকেট লাভ করেন।

টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার ournewsbd.com. ম্যাচটি পরিচালনা করছেন মিয়া ফারুক হোসেন স্বপন ও জি এম মাসউদ পারভেজ মিলন । ৩য় আম্পায়ারের দায়িত্ব পালন করছেন মোঃ বদরুজ্জামান বিপ্লব্। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন আলহাজ্ব আব্দুর রহিম বাবু। স্কোরার হিসেবে আছেন মোঃ আব্দুল ওহাব মামুন ও মোঃ জাহাঙ্গীির হোসেন। সমগ্র ম্যাচটির ধারাভাষ্য দেন প্রভাষক রফিকুল ইসলাম ও শেখ শাহাজান আলী শাহীন।

খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন কলারোয় কলারোয়া উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কলারোয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কে এম আনিছুর রহমান, টুর্ণামেন্ট কমিটির সহ সভাপতি এ্যাড. শেখ কামাল রেজা ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের যুগ্ম সম্পাদক বদরুজ্জামান বিপ্লব, মোঃ নাসিমুজ্জামান, পিচ কিউরেটর নাজমুল হাসনাইন মিলন প্রমুখ।



মন্তব্য চালু নেই