হ্যাঁ, এটিই পৃথিবীর সব থেকে বড় কোরআন শরীফ

হ্যাঁ অনেক বড়। এর থেকে বড় পবিত্র কোরআন শরীফ আর নেই পৃথিবীতে। এমনটাই দাবী করা হয়েছে ভদোদরা জামে মসজিদ’র পক্ষ থেকে। সত্যিই এত বড়! হ্যাঁ, অনেক বড় এই কোরআন।

জানা গেছে, ভদোদরা জামা মসজিদে যে পবিত্র কোরআনটি রয়েছে সেটাই বিশ্বের সবচেয়ে বড় কোরান, এমনটাই দাবি ভদোদরা মসজিদের প্রধানের। কোরআনটি লম্বায় ৭৫ ইঞ্চি এবং চওড়ায় ৪১ ইঞ্চি। ৬৩২ পাতার এই কোরানের ওজন ৮০০ কেজি।

পবিত্র কোরআনটি লেখা হয়েছে স্কটল্যান্ড পেপারে। লিখতে যে কালি ব্যবহার করা হয়েছে তা সুরমা এবং ময়ূরের পালক দিয়ে তৈরি। এই কোরানের মলাটে রয়েছে নানা মূল্যবান পাথার।

এছাড়াও মলাটের ওপর বসানো রয়েছে সোনা ও রূপোর তৈরি পাতা। গোটা ধর্মগ্রন্থটিতে রয়েছে সোনার প্রলেপ।



মন্তব্য চালু নেই