হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর

ফেসবুক অধিগ্রহণ করার পরে ক্রমশই একের পর এক নতুন ফিচারে সেজে উঠছে হোয়াটসঅ্যাপ। জিপ ফাইল শেয়ারিং, ডকুমেন্ট শেয়ারিং, কলিংয়ের পরে নতুন যে ফিচার আসছে তা জানলে চমকে যাবেন। তবে ঠিক কবে থেকে এই আপডেট আসবে তার দিনক্ষণ এখনও
অনেক নতুন ফিচার যোগ করেছে। এখন জিপ ফাইল শেয়ারিং করা যায়, ডকুমেন্ট শেয়ারিং করা যায় আর অনেক আগে থেকেই কল করা যায়।

এবার নতুন একটি ফিচার আসতে চলেছে যা শুনলে সকলেই খুশিতে ফেটে পড়বেন। সেই নতুন আপডেট আসতে অবশ্য এখনও কিছুদিন দেরি আছে। একটি বিদেশি ওয়েবসাইটের সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে এবার আসবে ভিডিও কলিং ফিচার।

শোনা যাচ্ছে, এই মুহূর্তে এই বিশেষ সুবিধাটি একটি ‘বিটা’ আপডেটে নির্বাচিত কিছু ফোনে দেওয়া হয়েছে। এই ফিচারটি ঠিকঠাক কাজ করছে কি না, কী কী পরিবর্তন প্রয়োজন, তা পর্যালোচনা করতেই বিটা ভার্সনের অ্যাকসেস দেওয়া।



মন্তব্য চালু নেই