হেসেখেলে জিতল আফ্রিকা

বিসিবি একাদশ নাম হলেও দলটাকে আপনি একদম আনাড়ি বলতে পারবেন না। কেননা দলে রয়েছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক, টেস্টের নিয়মিত ওপেনার ইমরুল কায়েস, ঘরোয়া ক্রিকেটের রানমেশিন রনি তালুকদার, এক সময়ের অফ স্পিনের বিস্ময় সোহাগ গাজী। আছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা আনামুল হক এবং আল আমিন। সেই সঙ্গে তরুণ প্রতিভা শুভাগত হোম, আবুল হাসান। তারপরও দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে এতটুকু লড়াইয়ের আভাস দিতে পারল না দলটি। ১৮ ওভারে ৯৯ রানে অলআউট করার পর, অতিথিরা জয় তুলে নিয়েছে ১২ ওভারে।

৬ ওভারে ৫৬ রান তোলার পর বাকীদের ব্যাট করার সুযোগ দিতে স্বেচ্ছা অবসরে যান ডি-কক (৩৫) এবং ভিলিয়ার্স (২৫)। পরে ডুমিনি এবং মিলার এসে অনায়াস জয় তুলে নিয়েছেন।

আল আমিন দুই ওভার বল করে ১২ রান দিয়েছেন। আবুল হাসান এক ওভার করেই দিয়েছেন ১২। বোলিং অ্যাকশন শুধরে দলে ফেরা সোহাগ গাজি ২ ওভারে দিয়েছেন ১৮। রাজ্জাক চার ওভারে ৩০।

এর আগে ব্যাট করতে নেমে আনামুল হক বিজয় মাত্র ১ রান করে আউট হন। রান পাননি রনি তালুকদারও।

সর্বোচ্চ রান এসেছে ইমরুল কায়েসের ব্যাট থেকে, ২৯। দ্বিতীয় সর্বোচ্চ করেছেন শুভাগত হোম, ১৮।

এদিন দুই ওভার বল করে দুই রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অতিথি বোলার কাইল অ্যাবোট। অ্যারনও নিয়েছেন ২ উইকেট।

৫ জুলাই মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।



মন্তব্য চালু নেই